আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চীন সাগরে ভাসমান বাঁধ নির্মাণ করেছে বেইজিং। সাগরের স্কারবোরোফ শোয়াল নামের এলাকার একটি অংশে বসানো হয়েছে এই ব্যারিয়ার। বিশ্বের অন্যতম ব্যস্ত এই জলপথের এমন জায়গায় এ বাঁধ বসানো হয়েছে যা আন্তর্জাতিক আইন অনুসারে চীনের সার্বভৌম এলাকার মধ্যে পড়ে না বলে জানিয়েছে ফিলিপিন্স।
এই বাঁধ ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’-এ ফিলিপিনোদের মাছ ধরতে বাধাগ্রাস্ত করছে। চীনের এ ধরণের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিপিন্সের কোস্টগার্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে, সমুদ্র অধিকার ও মেরিটাইম ডোমেইন রক্ষার স্বার্থে ফিলিপিন্সসহ দক্ষিণ চীন সাগরের উপকূলবর্তী অন্যান্য দেশের সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহŸান জানিয়েছেন ফিলিপিনো কোস্টগার্ডের মুখপাত্র জায়ে তারিয়েলা।
গত কয়েক বছর ধরে দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে চীনের সাথে সাগর তীরের ছয় দেশ ভিয়েতনাম, মালয়েশিয়া, জাপান, ব্র“নেই, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের টানাপোড়েন চলছে। স¤প্রতি দক্ষিণ চীন সাগরের নতুন মানচিত্র প্রকাশ করেছে চীন। নতুন এ মানচিত্র অনুযায়ী, সার্বভৌম, এক্সক্লুসিভ এবং ইকোনমিক তিন পর্যায়ে সাগরটির প্রায় ৯০ শতাংশ এলাকা নিজেদের বলে দাবি করেছে বেইজিং। এরপর থেকেই ছয়দেশের সাথে চীনৈর ক’টনৈতিক তিক্ততা আরও বেড়েছে।
shamima/joy