১৬টি আন্তঃনগর ট্রেনে যুক্ত হয়েছে লাগেজ ভ্যান

প্রকাশিত: ২৪-০৯-২০২৩ ২১:৫১

আপডেট: ২৪-০৯-২০২৩ ২২:৩২

নিজস্ব প্রতিবেদক: কৃষকদের উৎপাদিত পণ্য অল্প খরচে পরিবহন করতে ১৬টি আন্তঃনগর ট্রেনে যুক্ত হয়েছে লাগেজ ভ্যান। আজ সকালে কমলাপুর স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এসময় মন্ত্রী জানান শীতাতপ নিয়ন্ত্রিত ১২৫টি লাগেজ ভ্যান কেনা হবে। 

ইতিমধ্যে, ৫০টি এসে পৌঁছেছে। পর্যায়ক্রমে আগামী ডিসেম্বরের মধ্যে সবগুলো লাগেজ ভ্যান রেল বহরে যুক্ত করা হবে। এসময় মন্ত্রী আশা করেন প্রান্তিক পর্যায়ের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য স্বল্প খরচে এসব লাগেজ ভ্যানে পরিবহন করতে পারবে। 

 

 

Tanzila/joy