নিজস্ব প্রতিবেদক: জার্মানির ফ্রাঙ্কফুর্টে বইমেলার আয়োজন করেছে জার্মান প্রবাসী বাংলাদেশিরা। আগামী ২১শে অক্টোবর অনুষ্ঠিত হবে এই মেলা। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজকরা।
আয়োজকরা জানান, শেকড়ের বন্ধন জোড়ালো করতে এবং সাহিত্য এবং সংস্কৃতি চর্চা বাড়াতে এই মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার অন্যতম লক্ষ্য প্রবাসী বাঙালিদের মধ্যে ঐক্যের সৃষ্টি করা, প্রবাসে থাকা নতুন প্রজন্মের বাংলা চর্চা সমৃদ্ধ করা, জার্মানিতে বসবাসরত বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে মেলবন্ধন সৃষ্টি করা ও নবীন -প্রবীণদের মধ্যে যোগসূত্র স্থাপন।
জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাঙালি লেখক, কবি, সাহিত্যিকরা মেলায় অংশ নেবেন এবং তাদের বই প্রদর্শন করবেন। বাংলাদেশ এবং ভারতের প্রকাশকরাও ফ্রাঙ্কফুর্ট বাংলা বইমেলায় অংশ নেবেন। বইমেলায় গান, আবৃত্তি এবং আপ্যায়নের ব্যবস্থা থাকবে। স্থানীয় সময় বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চলবে।
সংবাদ সম্মেলনে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিব বাবুল, হাফিজুর রহমান আলম, নজরুল ইসলাম খালেদ, হাকিম টিটু আতিকুর রহমান সবুজ, মাইদুল ইসলাম তালুদার বাবু সরদার। খোন্দকার বিজু গনি, সাংবাদিক হাবিবুর রহমান হেলাল, খান লিটন, ফয়সাল আহমেদ, হেদায়েতুল ইসলাম টুটুল, মানিক মিয়া প্রমুখ।
rocky/sat