ক্রীড়া ডেস্ক: চীনে এশিয়ান গেমসে নারী ফুটবল ইভেন্টে আজ ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল।
আজ সোমবার (২৫ শে সেপ্টেম্বর) দুপুর ২টায় চীনের ওয়েংঝু অলিম্পিক স্পোর্টস সেন্টারে এই খেলা হবে। পরের রাউন্ডের খেলায় নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে এই ম্যাচে জিততে হবে বাংলাদেশ নারী দলকে।
এর আগে শুক্রবার নিজেদের অভিষেক খেলায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ান জাপানের কাছে ৮-০ গোলের বড় ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ নারী দল।
FR/Bodiar