নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে নতুন করে আবেদন করার কথা বলে সরকার কালক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী কায়সার কামাল। তিনি জানান, গত ৫ই সেপ্টেম্বর এই আবেদন করা হয়েছে।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর অসুস্থতা ও বিদেশে চিকিৎসার বিষয়টিকে ঘিরে সরকারের মন্ত্রী ও বিএনপির নেতাদের মধ্যে চলছে পাল্টাপাল্টি বক্তব্য।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য এবং ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো সম্ভব। এখনও সময় আছে, সরকার তাকে বিদেশে পাঠাতে পারে।
এদিকে, খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল জানিয়েছেন, গত ৫ই সেপ্টেম্বর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কান্দার। অথচ কালক্ষেপণ করতে সরকার এখন বলছে, আবার আবেদন করতে হবে।
তিনি বলেন, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি আদালতের এখতিয়ার, যদিও নির্বাহী আদেশে মুক্ত আছেন খালেদা জিয়া। তাই আইন অনুযায়ী বিদেশে চিকিৎসার ব্যাপারেও সিদ্ধান্ত নেবে নির্বাহী বিভাগ।
FR/Bodiar