চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় আম ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ২৫-০৯-২০২৩ ১৪:৩৮

আপডেট: ২৫-০৯-২০২৩ ১৪:৩৮

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজ ভর্তি ট্রাকের চাপায় এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের খড়কপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান আলী উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আল-আমিনের ছেলে। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পেঁয়াজ বোঝাই ট্রাক খড়কপুরে পেছন থেকে ইমরান আলীকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পুলিশ জানায়, ঘটনার পর চালক পালিয়ে যায়। পেঁয়াজ ভর্তি ট্রাকটি জব্দ করা হয়েছে ।

 

Sayma/Bodiar