মুন্সীগঞ্জ সংবাদদাতা: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গাঁজা ও ইয়াবাসহ একই পরিবারের ৫ সদস্যসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত গভীর রাতে উপজেলার মালখানগর রথবাড়ি এলাকার মজিবুর রহমানের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মালখানগর এলাকা মজিবুর রহমান, তার স্ত্রী জাহানারা বেগম, ছেলে জাহিদ হাসান, নাহিদ হাসান, নাহিদের স্ত্রী জাহানারা বেগম ও উপজেলার কাজীরভাগ এলাকার স্বপন হাওলাদারের ছেলে মো: আশিক হাওলাদার।
আজ সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ওই ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ও ৩৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Sayma/Bodiar