বরিশাল সংবাদদাতা: ইলিশ ধরার নিষেধাজ্ঞা এক মাস পেছানোর দাবি জানিয়েছেন বরিশালের ব্যবসায়ীরা। আজ (সোমবার) সকালে নগরীর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে তারা এ দাবী জানান।
এসময় তারা আরো বলেন, বরিশালসহ আশপাশের নদনদীতে মিলছে না ইলিশ। আবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখন জেলেরা মাছ ধরতেও যেতে পারছে না। তাই ইলিশ মাছ ধরার ওপর আগামী ১২ই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া নিষেধাজ্ঞা পেছানোর দাবি জানিয়েছেন মৎস ব্যবসায়ীরা।
তারা আরো জানান, গত কয়েক বছরের মধ্যে এবছর সব থেকে কম ইলিশ মাছ ধরা পড়েছে। এ কারণে লোকসান গুণতে হচ্ছে জেলে ও ব্যবসায়ীদের। তাই নিষেধাজ্ঞার সময়সীমা আগামী ১২ই অক্টোবর থেকে পিছিয়ে ১২ই নভেম্বরে নেয়ার দাবি জানান।
Nishat/shimul