'কারও আল্টিমেটামে আওয়ামী লীগ ভীত নয়'

প্রকাশিত: ২৫-০৯-২০২৩ ১৮:৪১

আপডেট: ২৫-০৯-২০২৩ ২১:৫১

নিজস্ব প্রতিবেদক: কোন নিষেধাজ্ঞা বা আলটিমেটামে ভয় পায় না আওয়ামী লীগ। স্বাধীন দেশ কারও কথায় চলবে না। দেশের নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সোমবার রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোন ধরণের সংহিসতার চেষ্টা করা হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।

বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগ এই শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে। রাজধানীর উত্তরায় এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।  এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। 

তারা বলেন, নির্বাচন বানচালের দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। জনগণ তাদের কোন ষড়যন্ত্র সফল হতে দেবে না। 

সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণই বিএনপিকে আলটিমেটাম দেবে। আগামী ৩৬ দিনের মধ্যে বিএনপি সন্ত্রাস, ষড়যন্ত্র ও অপরাজনীতি না ছাড়লে জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করার ঘোষণঅ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

ওবায়দুল কাদের বলেন, কোন নিষেধাজ্ঞা বা ভিসা নীতিকে তোয়াক্কা করে না সরকার। কোন বিদেশী শক্তি নয়, দেশের নির্বাচন কিভাবে হবে ও গণতন্ত্র কিভাবে চলবে তা ঠিক করবে দেশের জনগণ। 

বিএনপিকে আর রাজপথ দখলের সুযোগ দেয়া হবে না বলে ঘোষণা দেন ওবায়দুল কাদের। 

 

LGR/shimul