গুলিবিদ্ধ ভুবনের মৃত্যু: গ্রেফতার ১

প্রকাশিত: ২৬-০৯-২০২৩ ০১:১৩

আপডেট: ২৬-০৯-২০২৩ ০১:১৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে গোলাগুলিতে আইনজীবী নিহতের ঘটনায় মারুফ বিল্লাহ হিমেল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পুরান ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) এসএম আরিফ রায়হান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার সময় হিমেল সেখানে উপস্থিত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তা স্বীকার করেছেন। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। রিমান্ডে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ১৮ই সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় রাত ১০টার দিকে শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় একদল সন্ত্রাসী। এতে আহত হন তিনজন। এরমধ্যে মোথায় গুলি লেগেছিল মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলের। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫শে সেপ্টেম্বর) সকালে তিনি মারা যান। 

এ ঘটনায় ভুবন চন্দ্র শীল গুলিবিদ্ধ হওয়ার পরদিন তার স্ত্রী রতœা রানী শীল তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭-৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেছিলেন। সেই মামলায় এই প্রথম একজনকে গ্রেপ্তার করল পুলিশ।

rocky/sat