দিনাজপুর সংবাদদাতা: সৌদি আরবের বিভিন্ন জাতের খেজুর চাষ হচ্ছে দিনাজপুরের ফুলবাড়ীর একটি গ্রামে। স্থানীয় এক উদ্যোক্তা চার বছর আগে সৌদি জাতের খেজুর গাছ রোপণ করে। এ বছর গাছগুলোতে খেজুর ধরেছে। এর মধ্য দিয়ে এই অঞ্চলের কৃষিতে যুক্ত হলো নতুন ফসল।
সৌদি আরবের খেজুর চাষ হচ্ছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার স্বজনপুকুর গ্রামের কুয়েত প্রবাসী জাকির হোসেনের বাগানে। কুয়েতে থাকা অবস্থায় খেজুর চাষের আগ্রহ জাগে তার। পরে দেশে ফিরে এসে চার বছর আগে তার গ্রামে খেজুর বাগান করেন। ২০ শতাংশ জমিতে মরিয়ম, আজওয়া, খলিজি, মেডজন ও আম্বার জাতের চারা রোপণ করেন। এ বছর বাগানের ৯টি গাছে পরিপূর্ণ ফলন এসেছে।
জাকিরের দাবি, তার বাগানের খেজুরের মান আরব দেশের চেয়ে কোন অংশে কম নয়। প্রতিটি গাছ থেকে ৬০ থেকে ৭০ কেজি ফল পাওয়ার আশা তার।
তার খেজুর বাগান দেখে স্থানীয় অনেক কৃষক খেজুর চাষে আগ্রহী হচ্ছেন। পাশাপাশি এই বাগানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেক কৃষি শ্রমিকের।
তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে পরামর্শ প্রদানসহ সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানালেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার।
lamia/Bodiar