ঝুঁকিপূর্ণ পরিবেশে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি

প্রকাশিত: ২৬-০৯-২০২৩ ০৮:৩১

আপডেট: ২৬-০৯-২০২৩ ১০:৪৩

রাজবাড়ী সংবাদদাতা: নিয়ম-নীতি না মেনে ও ঝুঁকির্পূণ পরিবেশে রাজবাড়ীতে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। মুদি দোকান থেকে শুরু করে বিচিত্র সব জায়গায় বিক্রি হচ্ছে তা। নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ঝুঁকিপূর্ণ স্থানে গ্যাস সিলিন্ডার বিক্রি হলেও কর্তৃপক্ষের নজরদারি নেই বললেই চলে। তবে অনুমোদনহীন গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

নিয়ম অনুযায়ী পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের অনুমোদনপ্রাপ্ত ব্যবসায়ীরাই কেবল গ্যাস সিলিন্ডার বিক্রি করতে পারেন। কিন্তু রাজবাড়ী জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় মুদি দোকান, ফার্মেসি, এমনকি পানের দোকানেও মিলছে গ্যাস সিলিন্ডার। বিস্ফোরণের আশঙ্কা থাকা সত্বেও নেই সতর্কতা।

ঝুঁকিপূর্ণ জেনেও ডিলাররা নিজেদের পরিবহন দিয়ে অনুমোদনহীন এসব দোকানে পৌঁছে দিচ্ছে গ্যাস সিলিন্ডার। কোন প্রকার চালান রশিদ ছাড়াই যা বিক্রি করা হচ্ছে। অগ্নিনিয়ন্ত্রণ সুরক্ষা প্রত্যয়ণপত্র ছাড়া যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোনো তদারকি। 

তবে বিষয়টির তদারকি করার জন্য জেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে জানালেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান।

 

Laiza/Bodiar