সরকারের বিদায় ঘন্টা বেজেছে : রোডমার্চে বিএনপি নেতারা

প্রকাশিত: ২৬-০৯-২০২৩ ১১:০৪

আপডেট: ২৬-০৯-২০২৩ ২১:৫০

আওয়ামী লীগ সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে, শিগগিরই আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীনদের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি’র সিনিয়র নেতারা। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার ঝিনাইদহ থেকে খুলনা পর্যন্ত রোডমার্চ কর্মসূচিতে অংশ নিয়ে দলটির কেন্দ্রীয় নেতারা এ হুঁশিয়ারি দেন। এসময় ভোটাধিকার প্রতিষ্ঠাসহ খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সফল করতে যে কোন সময় রাজপথে নামার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান তারা। 

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের পদত্যাগের মধ্য দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির জন্য একদফার আন্দোলন করছে বিএনপি। এর অংশ হিসেবে মঙ্গলবার ঝিনাইদহ থেকে খুলনা পর্যন্ত ১৬০ কিলোমিটার দীর্ঘ বিভাগীয় রোডমার্চ করে দলটি। মঙ্গলবার সকালে ঝিনাইদহে উদ্বোধনের পর মাগুরা ও যশোরে কয়েকটি পথসভা শেষে সন্ধ্যার পর খুলনায় গিয়ে শেষ হয়। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে চলা রোডমার্চে বাস, ট্রাক, মাইক্রো ও মোটরসাইকেলে চেপে যোগ দেন খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা।

রোডমার্চে অংশ নিয়ে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগের দুঃশাসনে বাংলাদেশ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মুখোমুখি। ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া ক্ষমসতাসীনদের সরানো যাবে না বলেও মন্তব্য করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, সরকারের লোকেরা দেশে ঋণখেলাপী হয়ে বিদেশে টাকা পাচার করে দেশকে দেউলিয়া বানিয়ে ফেলেছে।

সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হয়ে গেছে উলে­খ করে খুব শিগগিরই রাজপথের প্রতিরোধ তীব্র থেকে তীব্রতর করার কথা জানান বিএনপির নীতি নির্ধারক নেতারা।

GM/Bodiar