নাগা চৈতন্যের বিয়ের গুঞ্জন

প্রকাশিত: ২৬-০৯-২০২৩ ১২:১২

আপডেট: ২৬-০৯-২০২৩ ১২:১২

বিনোদন ডেস্ক: বিবাহবিচ্ছেদের দু’বছরও পূর্ণ না হতেই আবার নাগা চৈতন্যের বিয়ের গুঞ্জনে আলোচিত দক্ষিণী বিনোদন জগৎ। ছেলের দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য আগ্রহী বাবা নাগার্জুন নাকি নিজের মনের মতো পাত্রী খুঁজে ফেলেছেন এমনটাই শোনা যাচ্ছে। দক্ষিণী এক অভিনেত্রী রীতিমতো এক কথায় রাজি সামান্থার প্রাক্তনকে বিয়ে করতে। 

দক্ষিণী ধারাবাহিকের চেনা মুখ তিনি। নাম ঋতু চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋতু জানান, নাগা চৈতন্যকে তিনি বেশ পছন্দ করেন। তিনি জানান, অভিনেতাকে বিয়ে করাই তার জীবনের লক্ষ্য। এক ডিভোর্সি পুরুষকে বিয়ে করতে কোনও অসুবিধাই নেই তার। 

এ দিকে সামান্থার সঙ্গে বিচ্ছেদের পরে ‘মেড ইন হেভেন’ খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাম জড়িয়েছে নাগা চৈতন্যের। শোভিতার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেতা। আপাতত সেই সম্পর্কেই মন দিতে চান তিনি। সঠিক সময় এলে তবেই নাকি পরের ধাপে পা বাড়ানোর সিদ্ধান্ত নিবেন। তার আগে জনসমক্ষে নিজেদের সম্পর্ককে তুলে ধরতে নাগা চৈতন্য বা শোভিতা কেও আগ্রহী নন।

 

Sayma/Bodiar