সিংড়ায় সড়কে ঝরল যুবকের প্রাণ

প্রকাশিত: ২৬-০৯-২০২৩ ১২:৩০

আপডেট: ২৬-০৯-২০২৩ ১২:৩০

নাটোর সংবাদদাতা: নাটোরের সিংড়ায় গরুবাহী ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক মোয়াজ্জেম আলী (৩২) নিহত হয়েছে। 

আজ মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) সকালে বামিহাল- দূর্গাপুর সড়কের পূর্ব পাশে কড়ই তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোয়াজ্জেম আলী শরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পাঁচদেউলি গ্রামের বাসিন্দা।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকালে বামিহাল- দূর্গাপুর সড়কের পূর্ব পাশে কড়ই তলা এলাকায় গরুবাহী ভটভটির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে হয়। এসময় স্থানরীয়রা মোটরসাইকেল  চালক মোয়াজ্জেমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Kaniz/Bodiar