ঠাকুরগাঁওয়ে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৭-০৯-২০২৩ ১৩:০৫

আপডেট: ২৭-০৯-২০২৩ ১৪:২৫

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের ১৮ ঘণ্টা পর নদী থেকে ভাসমান অবস্থায় নাসিমা বেগম (৪০) ও তার দুই ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২৭ শে  সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তীরনই নদীর কাশিপুর এলাকার পাশের ঘাট থেকে একসঙ্গে ওড়না দিয়ে  বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নাসিমা বেগম কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। মৃত দুই ছেলের মধ্যে শাওনের বয়স ৮ বছর ও ছোট ছেলে সিফাতের বয়স ৪ বছর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নদীর ধারে মরদেহ তিনটির হাত বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহ তিনটি এক জায়গায় পাওয়া গেছে। এটি হত্যাকাণ্ড কি না এখন জানা যায়নি। 

নাসিমার ভাই ফারুক আহমেদ জানান, নিখোঁজের দিন সকালে পারিবারিক কলহ থেকে নাসিমা ও তার দুই ছেলে বাড়ি থেকে বের হয়৷ শশুর বাড়ি থেকে গরু না দেয়ায় ঝগড়া শুরু হয়েছিল।  ময়নাতদন্তের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি৷ 

রাণীশংকৈল সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল ইসলাম জানান, ঘটনার তদন্ত করে  আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

FR/sat