রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীতে অপহরণের পর ১২ বছরের শিশু চতুর্থ শ্রেণীর ছাত্র রিফাদ হত্যা মামলায় তিন আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ সময় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করেও জরিমানা করা হয়।
আজ বুধবার (২৭শে সেপ্টেম্বর) রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন।
দ-প্রাপ্তরা হলেন- রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকার রঞ্জিত কুমারের ছেলে রক্তিম, একই এলাকার দুলালের ছেলে রাসেল ও মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর এলাকার আব্দুল মালেকের ছেলে রনি।
সূত্রে জানাযায়, গত ২০১৩ সালের ৬ই নভেম্বর দুপুরে বিদ্যালয় থেকে ফেরার পথে সজ্জনকান্দা এলাকার প্রবাসী মোক্তার মন্ডলের ছেলে শিশু রিফাদকে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর ১৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ না পেয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর সজ্জনকান্দা এলাকার ভৈরব শীলের টয়লেটের ট্যাঙ্কিতে মরদেহ লুকিয়ে রাখে তারা।
এ ঘটনায় পুলিশ ফোন নম্বরের সূত্র ধরে আসামিদের গ্রেপ্তার করে। তদের স্বীকারোক্তিতে তিন দিন পর ৯ই নভেম্বর মরদেহটি উদ্ধার হয়।
sayma/Bodiar