অকুতোভয় শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ

প্রকাশিত: ২৮-০৯-২০২৩ ০৭:৫০

আপডেট: ২৮-০৯-২০২৩ ১৯:১৬

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ। ৭৭ বছরে পদার্পণ করলেন তিনি। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। লড়াই সংগ্রাম আর নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে শেখ হাসিনা রাজনৈতিক নেতৃত্বের বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছেন। একটানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থেকে দেশকে এগিয়ে নিয়েছেন দৃঢ় নেতৃত্বে। এবারও জন্মদিনে যুক্তরাষ্ট্রে ছেলের সঙ্গে পারিবারিক সময় কাটাচ্ছেন শেখ হাসিনা। 

নেতৃত্বদানে দক্ষতায় বিশ্ব রাজনীতির মাঠে নিজের শক্ত অবস্থান তৈরী করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়ন অগ্রগতির প্রতীক হয়ে উঠেছেন তিনি। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসার পাঁচ সন্তানের মধ্যে সবার বড় শেখ হাসিনা। 

চুয়ান্নর নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিব বিজয়ী হলে তার পরিবার টুঙ্গিপাড়া থেকে ঢাকায় চলে আসেন ঢাকায়। আজিমপুর গার্লস স্কুল থেকে মাধ্যমিক শেষ করে করে ভর্তি হন বদরুন্নেসা মহিলা কলেজে। ছাত্রলীগের প্রার্থী হিসেবে কলেজ সংসদের ভিপি নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে øাতক ডিগ্রি অর্জন করেন বাংলা সাহিত্যে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক হিসেবে শেখ হাসিনা আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলন এবং ৬-দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।

পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা। নির্বাসনে থাকা অবস্থায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। নানা চড়াই উৎরাই পেরিয়ে ১৯৮১ সালের ১৭ই মে দেশে ফিরে এক চরম দুঃসময়ে দলের হাল ধরেন। সেই থেকে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে টানা তিন মেয়াদে তিনি প্রধানমন্ত্রী হয়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। 

শেখ হাসিনা ৭বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রায় নির্বাসিত অবস্থা থেকে আওয়ামী লীগকে প্রথম ক্ষমতায় নিয়ে যান ১৯৯৬ সালে। ২০ বার তাঁর প্রাণনাশের চেষ্টা হয়েছে। তবে সব ভয় জয় করে দেশকে নেতৃত্ব দিচ্ছেন সমৃদ্ধির পথে।  

 

MRP/prabir