নিজস্ব প্রতিবেদক: আজ ১২ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। প্রায় সাড়ে ১৪শ’ বছর আগের এই দিনে আরবের পবিত্র মক্কা নগরীতে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩ বছর পর একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তাই মুসলিম উম্মাহ্র জন্য এ দিনটি যেমন আনন্দের, তেমনি শোকের। ১২ রবিউল আউয়ালকে অশেষ পুণ্যময় ও আশীর্বাদধন্য দিন হিসেবে বিবেচনা করেন ধর্মাপ্রাণ মুসলমানরা।
আরব যখন পৌত্তলিকতার অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন হযরত মুহাম্মদ (সা.)-কে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন মহান আল্লাহ। এদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথ মর্যাদায় পালনে জশনে জুলুছসহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
SAI/prabir