নিজস্ব প্রতিবেদক: দেশের গণতন্ত্র এবং উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাচনী ইশতেহার প্রনয়ন কমিটির সভায় একথা বলেন তিনি। কারও কথা অনুযায়ি নয়, সংবিধান অনুযায়ি আগামি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান ওবায়দুল কাদের।
আগামি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রণয়নের কাজ শুরু করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রনয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। অংশ নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ইশতেহার প্রণয়ন কমিটির সদস্যরা।
সভায় প্রণয়ন কমিটির আহবায়ক ও সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক জানান, বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট আমলে নিয়ে স্মার্ট বাংলাদেশ কিভাবে গড়ে তোলা হবে, সে বিষয়টি নির্বাচনী ইশতেহারে তুলে ধরা হবে।
এসময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী প্রতিশ্র“তি পূরণ করে শেখ হাসিনার সরকার দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছেন। এই উন্নয়ন অগ্রযাত্রায় শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন দলটি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগকে তাড়িয়ে দেবে। তিনি বলেন ‘আমরা এই অক্টোবরে, আছি আগামী অক্টোবরেও থাকবো।’
মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকিধামকির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ছোট দেশগুলোর দিকে নজর না দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাদের মনোযোগ দেয়া উচিত। আগামি জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ি হবে এবং তা অবাধ ও নিরপেক্ষ হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
MRP/prabir