টানা তিনদিনের ছুটিতে ফাঁকা ঢাকা

প্রকাশিত: ২৮-০৯-২০২৩ ১৩:১৭

আপডেট: ২৮-০৯-২০২৩ ১৩:১৭

নিজস্ব প্রতিবেদক: টানা তিনদিনের ছুটিতে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। কয়েকদিনের তীব্র যানজটের পর নগরীর বিভিন্ন সড়কে স্বাভাবিক গতিতেই ছুটছে যানবাহন। যানজট না থাকায় স্বস্তির নিশ্বাস ফেলছেন নগরবাসী।

পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং সাপ্তাহিক দুইদিনের ছুটি মিলিয়ে মোট তিনদিনের ছুটি কাজে লাগিয়ে রাজধানী ছেড়েছেন অনেক মানুষ। বুধবার অফিস করে রাতেই অনেকে গ্রামের বাড়িতে চলে গেছেন। আবার কেউ পরিবার নিয়ে বেড়াতে গেছেন কোনো পর্যটন এলাকায়। 

এর ফলে রাজধানীর সড়কে কমেছে মানুষের চাপ। এতে করে সড়কে চিরচেনা যানজট ও কোলাহলের চিত্রে কিছুটা ভিন্নতা দেখা গেছে।

বৃহস্পতিবারে ঢাকার রাস্তাঘাটে যানবাহন ও যাত্রীদের প্রচুর চাপ থাকে। কিন্তু আজ সেই চিত্র নেই। মূল সড়কে গাড়ি অনেক কম পাশাপাশি গণপরিবহনের সংখ্যাও কম। এক ঘণ্টার রাস্তা এখন ১০-১৫ মিনিটেই ভ্রমণ করা যাচ্ছে।

এদিকে, টানা ছুটিতে রাস্তা ফাঁকা থাকার ব্যাপারে গণপরিবহনের চালকরা বলছেন, বৃহস্পতিবার ও শুক্রবারে রাস্তার অবস্থা একই থাকবে। শনিবারে অনেক বেসরকারি অফিস খুললে তখন যাত্রীর সংখ্যা বাড়বে।

 

 

 

 

 

 

FR/prabir