আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী শুভ্রামানিয়াম জয়শঙ্কর। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এ বৈঠক করেন তারা। বৈঠকে, ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর তৈরিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করার কথা জানান তারা। এই দুই নেতা এমন সময় বৈঠক করলেন যখন শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। যে হত্যাকাণ্ডের তদন্তে কানাডার পক্ষ হয়ে ভারতকে সাহায্য করতে বলেছে যুক্তরাষ্ট্র। যদিও বৃহস্পতিবার দুই মন্ত্রীর বৈঠকে ভারত-কানাডার সা¤প্রতিক টানাপোড়েন নিয়ে কোন আলোচনা হয়নি বলে জানা গেছে।
SAI/shimul