'বিদেশিদের হাতে দেশকে তুলে দিতে চায় বিএনপি'

প্রকাশিত: ২৯-০৯-২০২৩ ১৩:৫৪

আপডেট: ২৯-০৯-২০২৩ ১৩:৫৪

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অদম্য শক্তিতে দেশকে বিশ্ব সভায় মর্যাদার আসনে নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা। তাদের অভিযোগ, বিএনপি-জামায়াত শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতায় আসতে চায়। নির্বাচনকে ঘিরে সকল ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে প্রতিহত করার ঘোষণাও দেন আওয়ামী লীগের নেতারা। রাজধানীতে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে আওয়ামী যুবলীগের এই আলোচনা সভা। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। 

সভায় যুবলীগের নেতারা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছে। বিএনপিকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার আশা বাদ দিতে বলেন তারা। 

বক্তারা বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্য দেশের অর্থনৈতিক উন্নতি হয়েছে। ভারতের সাথে সীমান্ত সমস্যান সমাধান হয়েছে।

এসময় আওয়ামী লীগের নেতারা বলেন, বিএনপি-জামায়াত শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতায় আসতে চায়। তারা গণতন্ত্র, আইনের শাসন ও ভোটে বিশ্বাস করে না। ঐক্যবদ্ধভাবে বিএনপি জামায়াতকে মোকাবেলা করার ঘোষণাও দেন আওয়ামী লীগের নেতারা। 

এদিকে, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় তথ্য ও স¤প্রচারমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত বিশ্ব বেনিয়াদের হাতে দেশকে তুলে দিতে চায়। 

নির্বাচনকে ঘিরে কোন ষড়যন্ত্র সফল হবে না জানিয়ে তিনি বলেন, যথাসময়ে নির্বাচন হবে এবং মানুষ শেখ হাসিনাকেই ভোট দিয়ে বিজয়ী করবে।  

 

KFA/shimul