আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ভারতে কাবেরী নদীর পানি ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্ণাটক জুড়ে ১২ ঘণ্টার ধর্মঘট পালন করছে রাজ্যটির কৃষক সংগঠনগুলো। স্থানীয় সময় শুক্রবার (২৯শে সেপ্টেম্বর) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। অপ্রতিকর পরিস্থিতি এড়াতে রাজ্যটির রাজধানী ব্যাঙ্গালুরুতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। তবে তা উপেক্ষা করে বিক্ষোভ করে সংগঠনগুলোর কর্মীরা। এতে বিভিন্ন এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় ৫০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
বিক্ষোভের সমর্থন করছে পরিবহন সংগঠনগুলো। এটি অধিকাংশ পরিবহন বন্ধ থাকায় ভোগান্তি পড়েছে সাধারণ মানুষ। ধর্মঘটের প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও। বাতিল করা হয়েছে ৪৪টি ফ্লাইট। কাবেরী নদীর পানি নিয়ে কর্নাটক এবং তামিলনাড়–র মধ্যে বিবাদ দীর্ঘদিনের।
সম্প্রতি তামিলনাড়ুকে ১৫ দিনের জন্য পাঁচ হাজার কিউসেক পানি ছাড়তে কর্নাটককে নির্দেশ দেয় কাবেরী পানি বণ্টন কর্তৃপক্ষ। সংস্থাটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আরও পনেরো দিন তামিলনাড়ুকে ৫ হাজার কিউসেক পানি দেবে কর্নাটক। যদিও তামিলনাড়ুর তরফে দাবি করা হয়েছিল ১২ হাজার ৫০০ কিউসেক জলের। এ বিষয়ে পানিবণ্টন কমিটির এক নেতা জানান, বৈঠকে কর্নাটকের পক্ষ থেকে ৩০০০ কিউসেক পানি দেওয়ার কথা বলা হয়েছিল। যেখানে তামিলনাড়ুর পক্ষ থেকে ১২,৫০০ কিউসেক পানির দাবি রাখা হয়েছিল। এরপর দুপক্ষের মধ্যে ৫০০০ কিউসেক পানি নিয়ে চুক্তি হয়। যা আগামী আরও পনেরো দিন তামিলনাড়ুকে দেওয়া হবে। তা না মেনে গত মঙ্গলবার ধর্মঘটের ডাক দেয় রাজ্যটির কৃষক সংগঠনগুলো।
SAI/shimul