নিজস্ব প্রতিবেদক: কাঁচাবাজার থেকে মুদি- সব পণ্যের দামই এখন উর্ধ্বমুখী। তাই নিæ ও মধ্য আয়ের মানুষের কষ্ট যেমন বেড়েছে, তেমনি বাজারে বিক্রি ও ক্রেতার সংখ্যা উলেখযোগ্য হারে কমেছে। এতে হতাশ বিক্রেতারাও। ক্রেতাদের অভিযোগ ব্যবসায়ীদের সাথে সরকার পেরে উঠছেনা বলেই বাজারে কোনো পণ্যের দামে নিয়ন্ত্রণ নেই।
জীবন ও জীবিকার তাগিদে প্রতিদিন মানুষের ছুটে চলা একটু ভালো থাকার আশায়। কিন্তু ভালো থাকাতো দূরের কথা নিত্যপণ্যের দামের উর্ধ্বগতিতে প্রতিদিন অস্থিরতায় কাটছে নিæ ও মধ্য আয়ের মানুষের। বৈশ্বিক নানা কারণ দেখিয়ে গত দুই বছরে কাঁচাবাজার থেকে মুদি সব পণ্যের দামই উর্ধ্বমুখী।
রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, আগাম বেশ কিছু শীতকালীন সবজি এরইমধ্যে চলে এসেছে বাজারে। তবে দাম আকাশছোঁয়া। পেঁয়াজ প্রতি কেজি ৭০ থেকে ৯০ টাকায়, আলু এখনো কেজি ৪৫ থেকে ৫০টাকায় বিক্রি হচ্ছে। আর ডিম হালি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। বিক্রি হচ্ছে প্রতি কেজি সাড়ে তিনশো থেকে চারশো টাকায়।
সরকার দাম নিয়ন্ত্রণে ব্যর্থ বলেই বাজারের এমন দূরাবস্থা বলে অভিযোগ ক্রেতাদের। ভালো নেই বিক্রেতারাও, সব পণ্যের দাম বাড়ায় বাজারে ক্রেতা ও বিক্রি দুটোই কমেছে। তাই হতাশ তারাও।
গত ১৪ই সেপ্টেম্বর সরকার ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয়। তবে, সে নির্দেশনা উপেক্ষা করে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে এসব পণ্য।
FM/shimul