নিজস্ব প্রতিবেদক: আজ (২৯শে সেপ্টেম্বর)বিশ^ হার্ট দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
বিশ^ স্বাস্থ্য সংস্থার সঙ্গে মিলে বিশ্ব হার্ট ফেডারেশন ১৯৯৯ সালে প্রতি বছর (২৯শে সেপ্টেম্বর) ‘বিশ্ব হার্ট দিবস’ পালনে ঘোষনা দেয়।সে ধারাবাহিকতায় হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য ২০০০ সাল থেকে দিনটি পালিত হচ্ছে।
প্রতি বছর ১ কোটি ৭৯ লাখ মানুষ মারা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে। আর বাংলাদেশে এ সংখ্যা প্রায় ৩ লাখ। এ হিসাবে, দেশে প্রতি দুই মিনিটে হৃদরোগে মারা যান একজন।
হৃদরোগে এ ভয়াবহ পরিস্থিতির মধ্যে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ইউজ হার্ট, নোউ হার্ট’। যার ভাবার্থ করলে দাঁড়ায়, ‘ভালোবাসা দিয়ে প্রতিটি হৃদযন্ত্রের যতœ নিন।’
দেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা যান হৃদরোগের কারণে। এ রোগে মারা যাওয়া মানুষের সংখ্যাটা অন্যান্য রোগের তুলনায় অনেক বেশি। হৃদরোগ নিয়ে সচেতনার জন্য বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশে এ দিবসটি পালিত হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, হৃদরোগের কারণে প্র্রতি বছরে ১ কোটি ৭৯ লাখ মানুষের মৃত্যু হয়। যার মধ্যে ১৯ লাখ মানুষ তামাক ব্যবহারজনিত কারণে হৃদরোগে মৃত্যুবরণ করে।
Rehana/shimul