নিজস্ব প্রতিবেদক: কয়েকদিনের ভ্যাপসা গরমের পর ঢাকায় নামলো স্বস্তির বৃষ্টি। আজও সকাল থেকে প্রতিদিনের মতো সূর্য তাপ ছড়িয়েই যাচ্ছিল। যদিও দুপুরের পর কমে আসে তেজ। তবে তখনও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হচ্ছিল নগরবাসী। এরপর বিকাল পৌনে ৫টায় নামলো হালকা বৃষ্টি।
জানা গেছে, রাজধানীর তেজগাঁও, শান্তিনগর, মতিঝিল, পল্টন, কাকরাইল, বেইলী রোড, মালিবাগ, পান্থপথ, মিরপুরে বৃষ্টি হয়েছে।
এই বৃষ্টি আগামী কয়েক দিন থেমে থেমে বিভিন্ন অঞ্চলে চলতে পারে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। এ কারণে নদীবন্দরগুলোয় ১ নম্বর এবং সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
afroza/sat