হবিগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু

প্রকাশিত: ২৯-০৯-২০২৩ ২০:৩৯

আপডেট: ২৯-০৯-২০২৩ ২০:৩৯

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে উপজেলার শিমুলঘর সড়ক বাজারে রাস্তার পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ছাতিয়াইন গ্রমের সোহেল মিয়ার স্ত্রী শান্তা বেগম (২৫) ও একই গ্রামের রুবেল মিয়ার মেয়ে সাদিয়া (১০)। সর্ম্পকে তারা চাচি ও ভাতিজি।

স্থানীয়রা জানান, শান্তা বেগম ও সাদিয়া দাওয়াত খেয়ে সিএনজি দিয়ে বাড়ি ফেরার পথে শিমুলঘর সড়ক বাজারের নিকট পৌঁছালে হঠাৎ করে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে শান্তা ও ভাতিজি সাদিয়াসহ আরো একজন আহত হয়। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে।

Prottay/sat