কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী একটি স্পিডবোট ডুবির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ২৩ পর্যটককে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। নিহত নারী সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। এ ঘটনায় উদ্ধারকৃতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
শুক্রবার (২৯শে সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট থেকে তিন কিলোমিটার দূরে ঝড়ের কবলে পড়ে স্পিডবোটটি ডুবে যায়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, স্পিডবোট ডুবির ঘটনায় মুমূর্ষু অবস্থায় সৈয়দা বেগমকে উদ্ধার করে সেন্টমার্টিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। তিনি সেন্টমার্টিন তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি জানান, টেকনাফ থেকে ছেড়ে আসা একটি স্পিডবোটে পর্যটকসহ ২৫ জন ছিলেন। বোটটি সেন্টমার্টিনের কাছাকাছি এলে উল্টে যায়। পরে তাৎক্ষণিক কোস্টগার্ডের সদস্য গিয়ে তাদের উদ্ধার করে। তার দাবি, অতিরিক্ত যাত্রী নেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা বলছেন, টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে স্পিডবোট চলাচল করছে। ত্রুটিপূর্ণ স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পরিবহণে ঘটছে দুর্ঘটনা।
Prottay/sat