চট্টগ্রাম প্রতিবেদক: জাতীয় সংসদের হুইপ সামসুল হক চৌধুরী বলেছেন, দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আছে, পৃথিবীর কোন অপশক্তি জাতির পিতার কন্যার ক্ষতি করতে পারবে না। শুক্রবার বিকেলে চট্টগ্রামের পটিয়ার ইন্দ্রপোলে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
সামসুল হক চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ ভিয়েতনামে পরিণত হয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গত ১৪ বছরে বাংলাদেশের জন্য যা করেছেন তার তুলনা হয় না।
এসময় স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
শোভাযাত্রায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
rocky/sat