সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯-০৯-২০২৩ ২২:৩১

আপডেট: ৩০-০৯-২০২৩ ০৩:০১

কক্সবাজার সংবাদদাতা: জ্যৈষ্ঠ সাংবাদিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায় দিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হেলাল উদ্দিন চৌধুরীর চৌধুরীর প্রথম জানাজা কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের মরদেহ নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় স্বজনরা।

মরহুমের দ্বিতীয় জানাজা বাদ জোহর চট্টগ্রাম শহরের হযরত মিসকিন শাহ এর মাজারে অনুষ্ঠিত হবে। পরে সেখানেই দাফন সম্পন্ন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার কক্সবাজারে দৈনিক যায়যায়দিন এর একটি অনুষ্ঠান চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে সহকর্মীরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টায় শেষ নিৎশ্বাস ত্যাগ করেন। 

প্রয়াত হেলাল উদ্দিন চৌধুরী স্ত্রী এবং এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

হেলাল উদ্দিন চৌধুরী ১৯৭৪ সালে দৈনিক গণকণ্ঠ দিয়ে সাংবাদিকতা পেশায় যোগ দেন। তিনি দীর্ঘ সময় ধরে দৈনিক আজাদীর চিফ রিপোর্টার ছিলেন। পরে দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন। এরপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক যায়যায়দিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

 

Kamal/sat