খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩০-০৯-২০২৩ ১১:৫৫

আপডেট: ৩০-০৯-২০২৩ ১৯:১৪

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসার জন্য বিদেশে যেতে খালেদা জিয়াকে আদালতের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগকে দেয়া সাক্ষাতকারে এ কথা জানান তিনি। সাক্ষাতকারে শেখ হাসিনা বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দেয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ছেলে সজীব ওয়াজেদ জয় ও পরিবারের অন্যদের সাথেই সময় কাটছে তাঁর। গত ২৭শে সেপ্টেম্বর ওয়াশিংটনে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাথে সাক্ষাতকার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়েস অব আমেরিকার সাংবাদিক শতরূপা বড়ুয়া প্রধানমন্ত্রীর সাক্ষাতকার নেন। 

শনিবার ভয়েস অব আমেরিকা তাদের ভিডিও সাক্ষাতকারটি প্রকাশ করে। এই সাক্ষাতকারে দেশের উন্নয়ন ও রাজনীতিক নানা বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া দুর্নীতির মামলায় দন্ডিত। বিদেশে চিকিৎসার জন্য তাকে আদালতের কাছ যেতে হবে।

৩৫ মিনিটে এই সাক্ষাতকারে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়েও কথা বলেছেন। এ নিয়ে তিনি শংকিত নন বলেও ভয়েস অফ আমেরিকার সাংবাদিককে জানান। 

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নিবাচন নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন শেখ হাসিনা। তত্ত¡াবধায়ক সরকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সেটা ফিরিয়ে আনার কোন সুযোগ নেই। 

 

MHS/shimul