হিলি সংবাদদাতা: দিনাজপুরের বিরামপুরে বোনকে মারপিটের ঘটনায় গ্রামে সালিশ বৈঠকে ওয়াসীম আলী (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৯শে সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার খানপুর ইউনিয়নের খোশলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ওয়াসীম আলী খানপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
জানা যায়, ওয়াসীমের ছোট বোনকে খোশলপুর গ্রামের সেলিম রানা অকারণে মারধর করে। এ নিয়ে শুক্রবার রাতে গ্রামে বিচার সালিশ বসে। বিচার সালিশে কথা কাটাকাটির মাঝে সেলিম রানার পক্ষের কয়েকজন যুবক ওয়াসীমে ও তার পক্ষের লোকদের ওপর হামলা চালায় এবং ওয়াসীম আলীর বুকে ছুরি দিয়ে আঘাত করে।
এসময় ওয়াসীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Kaniz/sat