চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী

প্রকাশিত: ৩০-০৯-২০২৩ ১৭:২৪

আপডেট: ৩০-০৯-২০২৩ ১৭:২৪

চট্টগ্রাম প্রতিবেদক: জ্যেষ্ঠ সাংবাদিক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যায় যায় দিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হেলাল উদ্দিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর মিসকিন শাহ মাজার কবরস্থানে তাকে দাফন করা হয়। 

এর আগে, বাদ জোহর মিসকিন শাহ মাজার প্রাঙ্গনে হেলাল উদ্দিনের দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। 

শুক্রবার কক্সবাজারে দৈনিক যায়যায়দিন এর একটি অনুষ্ঠান চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন হেলাল উদ্দিন চৌধুরী। পরে সহকর্মীরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শেষ নিৎশ্বাস ত্যাগ করেন। 

হেলাল উদ্দিন চৌধুরী ১৯৭৪ সালে দৈনিক গণকণ্ঠ দিয়ে সাংবাদিকতা পেশায় যোগ দেন। তিনি দীর্ঘ সময় ধরে দৈনিক আজাদীর চিফ রিপোর্টার ছিলেন। পরে দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন। এরপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক যায়যায়দিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

rocky/sat