হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২০ জন।
শনিবার (৩০শে সেপ্টেম্বের) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী (৩৫)। আহতদেরকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দু’পক্ষ মুখোমুখি অবস্থানে আছে। পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করছে।
এলাকাবাসী জানায়, মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামের ইউসুফ মিয়া এবং ফারুক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। পাল্টাপাল্টি মামলা মোকদ্দমা রয়েছে উভয়পক্ষের মধ্যে। স্থানীয় সংসদ সদস্যসহ মুরুব্বীরা একাধিকবার চেষ্টা করেও বিষয়টি নিষ্পত্তি করতে পারেননি। এর জের ধরে শনিবার রাতে উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী (৩৫) গুরুতর আহত হন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Prottay/Bodiar