নাটোর সংবাদদাতা: নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুর থেকে সিরাজুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (পহেলা অক্টোবর) সকালে উপজেলার নাজিরপুর নতুন পাড়া এলাকার চাল ব্যবসায়ী রাশিদুল ইসলামের পুকুর থেকে সিরাজুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া সিরাজুল নাজিরপুরের গোপিনাথপুর পূর্ব পাড়া গ্রামের মৃত সিফাত মাস্টারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সিরাজুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যে সে নিখোঁজ হতেন আবার বাড়ি ফিরতেন। শনিবার রাতে তিনি আবার নিখোঁজ হন। রবিবার সকালে একই এলাকার রাশিদুলের পুকুরে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে গুরুদাসপুর থানায় খবর দিলে পুলিশের সহযোগীতায় সকাল ৯ টার দিকে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, পুকুরে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের কাছ থেকে শুনেছি মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
FR/shimul