চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে কলেজ ছাত্র শিবলী সাদিক হৃদয়কে অপহরণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
আজ রোববার (পহেলা অক্টোবর) সকালে নগরীর চান্দগাঁও এলাকায় র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম।
তিনি জানান, শনিবার বিকেলে নগরীর পতেঙ্গা এলাকা থেকে মূল আসামী উচিংথোয়াই মারমা ও তার অন্যতম সহযোগী ক্যাসাই অং চৌধুরীকে গ্রেফতার করা হয়।
এরআগে গত ২৮শে আগস্ট হৃদয়কে অপহরণ করার পর তার পরিবারের কাছে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণের টাকা নিয়ে দর কষাকষির এক পর্যায়ে পরিবার থেকে ২ লাখ টাকা দেয়ার পরও হৃদয়কে নৃশংসভাবে হত্যা করে অপহরণকারীরা।
এ ঘটনায় গত ৭ই সেপ্টেম্বর রাউজান থানায় ৬ জনকে আসামি করে মামলা করে হৃদয়ের পরিবার।
Kaniz/prabir