টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ০২-১০-২০২৩ ১০:৫৮

আপডেট: ০২-১০-২০২৩ ১৭:৩৬

ক্রীড়া ডেস্ক: বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আজ সোমবার দুপুর আড়াইটায় ভারতের গুয়াহাটিতে ম্যাচটি শুরু হয়। শুরুতেই বাংলাদেশ দুই উইকেট হারিয়ে চাপে টাইগাররা।

এর আগে বাংলাদেশ ও ইংল্যান্ড ওয়ানডে ক্রিকেটে পরস্পরের মোকাবিলা করেছে ২৪ বার। এরমধ্যে ইংল্যান্ড ১৯ বার আর বাংলাদেশ ৫ বার জয়লাভ করে। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পাওয়া বাংলাদেশ ইংল্যান্ডকেও দিতে চায় পরাজয়ের স্বাদ।

এর আগে, বাংলাদেশ তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে ১৯৯৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে বেশ সহজেই ৭ উইকেটে পরাজিত করে। তামিম-লিটনের ১৩১ রানের পর মিরাজের অপরাজিত ফিফটিতে আসে ৭ উইকেটের বড় জয়। এর আগে বোলিং, ফিল্ডিংয়ে দারুণভাবে কামব্যাক করে বাংলাদেশ শ্রীলঙ্কাকে গুটিয়ে দেয় ২৬৩ রানে। 

এদিকে, অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে আজকের ম্যাচে অনিশ্চিত মাহমুদউল্লাহ রিয়াদও। 

এই প্রস্তুতি ম্যাচ খেলে টাইগার স্কোয়াড উড়াল দিবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ভেন্যু ধর্মশালায়। আফগানিস্তানের বিপক্ষে ৭ অক্টোবর ম্যাচ দিয়ে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে।

 

FR/Bodiar