‘নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্রের নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ’

প্রকাশিত: ০২-১০-২০২৩ ১২:২৭

আপডেট: ০২-১০-২০২৩ ২১:০৮

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্রের ঝনঝনানি নিয়ন্ত্রণ করা বড় চ্যালেন্স বলে মনে করছেন নতুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমাহন। তিনি বলেছেন, রাজধানীতে অবৈধ অস্ত্রের ঝনঝনানি যাতে সন্ত্রাসীরা করতে না পারেন সেদিকে কঠোর নজরদারি থাকবে পুলিশের।

আজ সোমবার (২রা অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

নতুন ডিএমপি কমিশনার বলেন, রাজনৈতিক কর্মসূচিতে নিয়ম না মানলে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

তিনি বলেন, ঢাকা মহানগরীতে ছিনতাই নিয়ন্ত্রণে একটি টাক্সফোর্স গঠন করা হবে। এছাড়া রাজধানীর সবগুলো থানা সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা আছে। পাশাপাশি একটি নম্বর দেয়া হবে যাতে ভুক্তভোগীরা সরাসরি কমিশনারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 

তিনি আরও বলেন, যেসব সন্ত্রাসীরা জামিনে রয়েছেন তাদের ওপর নজরদারি রাখছে পুলিশ। 

তিনি বলেন, গুজবের বিরুদ্ধে পুলিশের নজরদারি রয়েছে। যেকোন ঘটনা প্রতিরোধে পুলিশকে সবার সহযোগিয়তা করার আহ্বান ডিএমপি কমিশনারের।

ভিসানীতি প্রসঙ্গে কমিশনার বলেন, ভিসানীতি কি হবে এটা প্রত্যেক দেশের নিজস্ব। পুলিশের ভিতরে চিন্তা নেই, এটা ব্যক্তির বিষয়, বাহিনী না। দূর্গাপুজা উপলক্ষে সাইবার মনিটরিং বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।

 

FR/Bodiar