খালেদা জিয়ার মুক্তি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০২-১০-২০২৩ ১৬:৫৪

আপডেট: ০২-১০-২০২৩ ১৮:১৬

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার আবেদন আইন মন্ত্রণালয় নাকচ করে দেয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ বিষয়ে তাদের আর কিছু করার নেই।

আজ সোমবার (দোসরা অক্টোবর) তিনি বলেছেন, বেগম জিয়ার স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আইনি কোন বাধা রয়েছে কিনা সে ব্যাপারে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছিল। আইন মন্ত্রণালয় যে মতামত দিয়েছে তা এই মুহূর্তে পরিবর্তনের সুযোগ নেই।’ 

অসুস্থ খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসা করাতে স্থায়ী মুক্তি চেয়ে আবেদন করেন তার ভাই। দুর্নীতির মামলায় সাজা পাওয়া খালেদা জিয়া দুই শর্তে মুক্তিতে রয়েছেন।  ওই দুই শর্ত বাতিল করে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিতে হলে তাকে আগে জেলে যেতে হবে বলে রোববার সাংবাদিকদের জানান আইনমন্ত্রী আনিসুল হক। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি জটিলতা থাকার কারণেই খালেদা জিয়ার আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম৷ ‘আইনের ভিত্তিতে বিচার হয়েছে, এখানে রাজনীতির কিছু নেই,’ বলেন তিনি। 

এদিকে রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে আইন মেনে চলার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, জন দুর্ভোগ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে৷

sanjida/shimul