'সরকার খালেদা জিয়াকে হত্যা করতে চায়'

প্রকাশিত: ০২-১০-২০২৩ ১৭:৫৩

আপডেট: ০২-১০-২০২৩ ২২:৪২

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশের মানুষ আজ ক্ষোভে ফেটে পড়ছে। সরকার খালেদা জিয়াকে হত্যা করতে চায়, চিকিৎসার সুযোগ না দিয়ে, প্রতারনা করে, জনগনকে ভুল বুঝিয়ে, আইনের ভুল ব্যাখা দিয়ে বিনা চিকিৎসায় হত্যা করতে চায়।

সোমবার (দোসরা অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সরকারের পদত্যাগসহ খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবি আদায়ে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশে এ অভিযোগ জানান তিনি। 

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তায় সরকার ভীত, খালেদা জিয়া সুস্থ হলে ক্ষমতাসীনদের পতন হবে এই ভয়েই তাঁকে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। এই সরকার লুটেরা, ব্যাংক লুটেরা, দুর্নীতিবাজদের সরকার। আওয়ামী লীগ আজ বর্গীদের সরকার। দেশের সব কিছু লুট করে বিদেশে পাচার করছে।

তিনি বলেন, আগামী কয়েকদিনে কয়েকটি মেগা প্রজেক্ট উদ্বোধন করতে যাচ্ছে সরকার। থার্ড টার্মিনাল উদ্বোধন করবে অন্যদিকে আজ কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। আওয়ামী লীগের মধ্যস্বত্ব্যভোগীরা টাকা নিয়ে যাচ্ছে। কৃষকদের পক্ষে আজ বেঁচে থাকাই কঠিন। কৃষকদের ভর্তুকির দাবি করা হলেও তা বাতিল করেছে বলেও জানান মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য বিভিন্ন আইন কানুন দেখাচ্ছে, অথচ কানের চিকিৎসায় প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে গিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী।

রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়াকে রাজনীতি করতে দিতে চায় না সরকার। আওয়ামী লীগের মূল লক্ষ্য এদেশে কোনো বিরোধী দল রাখতে চায় না বলেও অভিযোগ করেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, উড়াল সেতু, টার্মিনাল খেয়ে স্বর্গে যাবে কি সাধারণ মানুষ ? সমগ্র দেশকে জাহান্নামে পরিণত করেছে সরকার ‌।

সরকার নিজেদের মতো নির্বাচন করার কথা বলছে। অতীতের দুটোর মতো আবারও নির্বাচন করতে চায়, খুব মজা পেয়েছে। ভেবেছে বিএনপিকে রেখে আবারও একতরফা নির্বাচন করবে সরকার বলে জানান তিনি।

তিনি বলেন, বিএনপির সামনে কোনো পথ নেই একটাই পথ। এখনও সময় আছে সংকট দূর করতে চাইলে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় জনগণ জানে কিভাবে দাবি আদায় করতে হয়, তাই করা হবে বলে জানান তিনি। 

 

GM/shimul