আমিন বাজারে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ

প্রকাশিত: ০৩-১০-২০২৩ ০৯:৩৮

আপডেট: ০৪-১০-২০২৩ ০৮:৩৫

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। 

আজ মঙ্গলবার (৩রা অক্টোবর) দুপুরে সাভারের আমিন বাজারে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। 

এদিকে, অক্টোবর মাসজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরের সব সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন।

৭ই অক্টোবর বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন, ১০ই অক্টোবর পদ্মা সেতুর রেল সেতুর উদ্বোধন, ২৩শে অক্টোবর মেট্রোরেলের মতিঝিল অংশ উদ্বোধন এবং ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষ্যে আওয়ামী লীগ সুধী সমাবেশ করবে। 

 

FR/Bodiar