নিজস্ব প্রতিবেদক: উচ্চ মূল্যস্ফীতি, আর্থিক খাতের ঝুঁকি ও নির্বাচনের কারণে অনিশ্চয়তা বাড়ছে দেশের অর্থনীতিতে। যে কারণে চলতি অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৫ দশমিক ৬ শতাংশে। যা সরকারের লক্ষ্যমাত্রা থেকে প্রায় ২ শতাংশ কম।
আজ মঙ্গলবার (৩রা অক্টোবর) বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানায়, বহুজাতিক ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক।
সংস্থাটি জানায়, দেশীয় বাজারে জ্বালানির উচ্চ দাম, দূর্বল মুদ্রানীতি, টাকার অবমূল্যায়ন, আমদানির রাশ টানা ও সরবরাহ ব্যবস্থাপনার সংকটের কারণে মূল্যস্ফীতি বাড়ছে। ডলারের একাধিক বিনিময় হার লেনদেনের ভারসাম্যে চাপ বাড়িয়েছে বলেও জানানো হয়।
এছাড়া, দামের পার্থক্য বেশি হওয়ায় কমেছে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ। এসময়, আর্থিক খাতসহ নানা বিষয়ে সংস্কারের পরামর্শ দেয় সংস্থাটি।
LGR/Bodiar