রাজবাড়ী থেকে শরীয়তপুরে বিএনপির রোডমার্চ

প্রকাশিত: ০৩-১০-২০২৩ ২০:৫৭

আপডেট: ০৩-১০-২০২৩ ২০:৫৭

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগের দাবিতে আজ রাজবাড়ী থেকে শরীয়তপুর পর্যন্ত রোডমার্চ করেছে বিএনপি। ১৩০ কিলোমিটার এই রোডমার্চে ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুরে পথসভায় দলটির সিনিয়র নেতারা অভিযোগ করেন, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে বাধা দিচ্ছে সরকার। আগামী সংসদ নির্বাচন একতরফাভাবে করার চেষ্টা করলে প্রতিহতের ঘোষণা দেন তারা। 

বর্তমান সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ১৫ দিনের ধারাবাহিক কর্মসূচির শেষ পর্যায়ে বিএনপি। মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর হয়ে শরীয়তপুর পর্যন্ত রোডমার্চ করেছে দলটি। এদিন বাস-ট্রাক-মাইক্রোবাস-মোটরসাইকেলে চেপে রোডমার্চে যোগ দেয় বিএনপি’র সাংগঠনিক বিভাগ ফরিদপুরের আশপাশের জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

রোডমার্চে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগের দু:শাসনে দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। অর্থনৈতিক মুক্তি ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিরোধী জোটর এক হয়ে আন্দোলন করছে বলে জানান তারা।

 

GM/habib