সেতুর অভাবে দুর্ভোগে দুই জেলার লাখো মানুষ

প্রকাশিত: ০৪-১০-২০২৩ ০৯:০১

আপডেট: ০৪-১০-২০২৩ ১২:০৩

জামালপুর সংবাদদাতা: একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন জামালপুর ও শেরপুর জেলার চরাঞ্চলের অনেক বাসিন্দা। ব্রহ্মপুত্র নদের উপর সেতু না থাকায় জামালপুর জেলা সদর থেকে বিচ্ছিন্ন সদর উপজেলার দুইটি ইউনিয়ন। যাতায়াতে চরম ভোগান্তি হয়। উন্নয়নের ছোঁয়া লাগেনি এসব অঞ্চলে। পাশাপাশি শেরপুর জেলার নকলা উপজেলার বাসিন্দারাও সরাসরি যেতে পারেন না জামালপুর সদরে। তাই সেখানে, ব্রহ্মপুত্র নদের উপর একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। 

জামালপুর সদর উপজেলার নরুন্দি ও তুলশীরচর ইউনিয়ন এবং শেরপুরের নকলা উপজেলায় প্রায় ১০ লাখ লোকের বসবাস। এই তিন এলাকার বাসিন্দাদের জামালপুর জেলা সদরে যেতে হলে পাড়ি দিতে হয় ব্রহ্মপুত্র নদ। কিন্তু এই নদের উপর সেতু না থাকায় নানা প্রতিকূলতার মধ্যে যাতায়াত করতে হয় তাদের। 

বর্ষাকালে নৌকাডুবির ঝুঁকি তো আছেই। এছাড়াও মুমূর্ষু রোগীকে দ্রুত হাসপাতালে নেয়া সম্ভব হয় না। অগ্নিকাণ্ড হলে পৌঁছাতে পারে না ফায়ার সার্ভিসের গাড়িও। যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় কৃষকরাও পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। শহরের কাছে থেকেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এ জনপদের মানুষ। 

দুর্ভোগ কমাতে ও জীবনমান উন্নয়নে ব্রহ্মপুত্র নদের উপর একটি সেতুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।   

সেতু নির্মাণ হলে চরাঞ্চলের দুই পাড়ের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে, ঘটবে ব্যবসা-বাণিজ্যের প্রসার, এমনটাই মনে করেন স্থানীয় সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন। 

ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানালেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী। অনুমোদন হলেই নির্মাণের কাজ শুরু হবে। 

সেতু নির্মাণের প্রস্তাবটি যেন অনুমোদন পায়, সেই দাবি জানিয়েছেন চরাঞ্চলের ভুক্তভোগী মানুষেরা। 

Nishat/sat