বগুড়ায় চাঁদা দাবি করে বাড়ি বাড়ি পোস্টারিং

প্রকাশিত: ০৪-১০-২০২৩ ০৯:০৪

আপডেট: ০৪-১০-২০২৩ ০৯:১৫

বগুড়া সংবাদদাতা: বগুড়ার কাহালু উপজেলার বিষ্ণুপুর গ্রামে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের পোস্টারিং এর পর থেকে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। তাই সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে অভিভাবকরা। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে খুব একটা বের হচ্ছেন না। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা এখনো জানা সম্ভব হয়নি। 

বগুড়ার কাহালু উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দারা গত রোববার সকালে ঘুম থেকে উঠে দেখতে পান বাড়ির দরজা, দেয়াল, জানালায় পোস্টার লাগানো। কম্পিউটারে কম্পোজ করা ওই পোস্টারে দাবি করা হয়েছে চাঁদার। প্রতিটি পরিবারের আর্থিক অবস্থা বিবেচনায় ২০০ থেকে ৫ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। ৬ই অক্টোবরের মধ্যে চাঁদার টাকা না দিলে হুমকি দেওয়া হয় শিশুদের অপহরণের। এ ঘটনার পর থেকেই আতঙ্কে দিন কাটছে ওই এলাকার মানুষের। ভয়ে সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন অভিভাবকরা। প্রাপ্তবয়স্করাও বাড়িতে ফিরছেন সন্ধ্যার আগেই। সুনসান নীরবতা বিরাজ করছে গোটা এলাকায়।

এদিকে, অভিযোগ পাওয়ার পর গ্রামে পাহারা বসিয়েছে পুলিশ। তিনজনকে আটক করা হলেও কোনো তথ্য না পাওয়ায় ছেড়ে দেয়া হয় তাদের। 

আতঙ্ক দূর করতে দ্রুত ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গ্রামবাসীর নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। দ্রুত অপরাধীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন তিনি।

rocky/sat