নোয়াখালীতে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৪-১০-২০২৩ ১০:০৪

আপডেট: ০৪-১০-২০২৩ ১০:০৪

নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীতে সড়কে যানজট সৃষ্টির প্রতিবাদ করায় সাখাওয়াত নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার চাটখিল-সোনাইমুড়ী সড়কের পাঁচগাঁও ইউনিয়নের মুহুরী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সাখাওয়াত উল্ল্যাহ্ (৫৫) উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের পাইক বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে

আটক দু’জন হলেন, উপজেলার হালিমা দিঘীর পাড় এলাকার মৃত মোহাম্মদ নবীর ছেলে মোহাম্মদ রাজু (২২) ও একই এলাকার সুইপার আকবরের ছেলে জাহাঙ্গীর (২৪)।  

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর জানান, মঙ্গলবার রাতে মুহুরী মার্কেট এলাকায় কয়েকটি অটোরিকশা রাস্তায় এলোমেলো ভাবে রাখার কারণে যানজটের সৃষ্টি হয়। এসময় সাখাওয়াত প্রতিবাদ করায় কয়েকজন সিএনজি অটো রিকসা চালক সাখাওয়াতকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

Nishat/sat