নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার সাজা স্থগিত ও সাময়িক মুক্তির বিষয়টি সম্পূর্ণ আইনী বিষয়। এটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়। এনিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গতকালের (মঙ্গলবার) সংবাদ সম্মেলনের বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন আইনমন্ত্রী।
বুধবার (৪ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা ২০০৮ নি:শর্ত জামিনে ছিলেন বলেই বিদেশি চিকিৎসা নিতে পেরেছিলেন। তাকে শর্ত দিয়ে জামিন দেয়া হয়নি সেসময়। খালেদা জিয়া শর্ত সাপেক্ষে জামিনে বাসায় চিকিৎসা নিচ্ছেন। এটা পুনরায় বিবেচনায় রাখার সুযোগ রাখা হয়নি।
সরকার প্রতিহিংসা না করে বরং সরকার প্রধানের মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাসায় চিকিৎসা নিতে পারছেন। আইনমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ রয়েছে খালেদা জিয়ার।
FR/sat