আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরে পদার্থ বিজ্ঞানে অবদানের স্বরুপ তিন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন। তারা হলেন মার্কিন বিজ্ঞানী পিয়েরে অ্যাগোস্টিনি, গাঙ্গেরির ফেরেন্স ক্রাউজ এবং ফ্রান্সের অ্যান হুইলেয়ার। স্থানীয় সময় মঙ্গলবার (তোসোরা অক্টোবর) বিকেলে সুইডেনের স্টকহোম থেকে তাদের নাম ঘোষণা করা হয়।
নোবেল জয়ের খবর দেওয়ার জন্য বিজ্ঞানী অ্যান হুইলেয়ার ফোন করেন নোবেল কমিটির কর্তৃপক্ষ। ওই সময় এই বিজ্ঞানী ক্লাসে শিক্ষার্থীদের পড়াছিলেন। একাধিকবার ফোন করেও তাকে পায়নি নোবেল কমিটি। ক্লাসের বিরতি সময়ে আবার নোবেল কমিটি এই বিজ্ঞানীকে ফোন করে। ওই সময় ফোনে অ্যডাম স্মিথ নামের একটি এক ব্যক্তি অ্যানের সঙ্গে কথা লতে চান। তখন অ্যানি বলেন, ‘আমি ব্যস্ত, শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছি’।
অ্যডাম স্মিথ তার কাছ থেকে কয়েক মিনিট কথা বলার জন্য অনুরোধ করেন। অনুরোধ শুনে অ্যানি হুইলেয়ার কথা বলেন। পরে তাকে অভিনন্দন জানিয়ে নোবেল পুরস্কার জয়ের সংবাদ দেন কলদাতা অ্যাডাম স্মিথ। অভিনন্দনের জবাবে অ্যানি অ্যডাম স্মিথকে ধন্যবাদ জানান।
দ্য নোবেল প্রাইজ নামক ভেরিফাইড পেজে এক্সে (সাবেক টুইটার) অ্যানি অ্যান হুইলেয়ার ফোনে কথা বলার একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবির পোস্টে লেখা হয়েছে, একজন নিবেদিত প্রাণ শিক্ষকের গল্প! পদার্থবিজ্ঞানে ২০২৩ সালের নোবেল পুরস্কার পাওয়া অ্যানি এল’হুলিয়ারকে তার শিক্ষার্থীদের কাছ থেকে আলাদা করা যায়নি। মুহূর্তের মধ্যে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে সংবাদটি প্রকাশ করা হয়।
এবার মার্কিন বিজ্ঞানী পিয়েরে অ্যাগোস্টিনি, গাঙ্গেরির ফেরেন্স অ্যান হুইলেয়ার এবং ফ্রান্সের অ্যান হুইলেয়ারকে ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ইলেকট্রন গতিবিদ্যায় পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করে কীভাবে আলোর অ্যাটোসেকেন্ড পালস তৈরি হয়, তাদের গবেষণায় সেই বিষয়টি ফুটে উঠেছে।
Kamal/Bodiar