নিজস্ব প্রতিবেদক: যারা নির্বাচনে আসবে না, আমেরিকা তাদের পক্ষে নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, নির্বাচনই একমাত্র সরকার পরিবর্তনের সুযোগ। তাই নির্বাচন নিয়ে বিদেশিদের মুখাপেক্ষী না হয়ে দেশের প্রতি আত্নবিশ্বাসী হওয়া উচিত।
আজ বুধবার (চৌঠা অক্টোবর) দুপুরে পররাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। ভিসানীতি সব দেশেই রয়েছে, তবে এর মূল কারণ হচ্ছে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। প্রয়োজনে বাংলাদেশও ভিসানীতি দিতে পারে।
তিনি বলেন, কোনো দেশের তথ্য উপাত্ত নিয়ে আমাদের উদ্বেগের কোনো কারণ নেই। আওয়ামী লীগই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গত পনেরো বছরে আওয়ামী লীগের অধীনে সকল নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানান তিনি।
Kamal/Bodiar